Thursday, November 13, 2025

হঠাৎ যে সুখবর দিলেন আসিফ নজরুল

আরও পড়ুন

কারাগারে থাকা বন্দিদের জামিন পাওয়ার পরও আদেশ না পৌঁছানোয় বিভিন্ন সময়ে দুর্ভোগে পড়তে হয়। এ নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ কারাগারে চলে যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, এখন থেকে জামিনের এক ক্লিকেই বেইল বন্ড আদেশ কারাগারে চলে যাবে, যা আগে ১২ ধাপে কারাগারে যেত। এখন অনলাইনে বেইল বন্ড পৌঁছাবে।

আরও পড়ুনঃ  ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের যেসব সতর্কবার্তা

আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ই বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন প্রতিষ্ঠা হবে।

তিনি জানান, একজন ব্যক্তি জামিন পাওয়ার পর মুক্তি পেতে আদালত থেকে শুরু করে কারাগার পর্যন্ত প্রায় ১২টি ধাপে যেতে হয়। প্রতিটি ধাপেই হয়রানির শিকার হতে হয়, কোথাও কোথাও টাকা দিতে হয়। আমরা একটি পাইলট প্রকল্প চালু করছি, যেখানে এক ক্লিকেই আদালতের রায় থেকে জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এতে আসামির মুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে।

আরও পড়ুনঃ  প্রায় এক দশক পর নতুন পে কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে যা জানা গেল

সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়ে তিনি বলেন, এটি সরকারের নিজস্ব অর্থায়নে করা হয়েছে, কোনো বাহিরের সহযোগিতা লাগেনি।

সরকারের আর্থিক সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে আমাদের ১,৬০০ কোটি টাকা আছে, রেজিস্ট্রি অফিসে ১,৫০০ কোটি টাকা জমা রয়েছে। অনেকেই এই বিষয়গুলো খেয়াল করেন না। অথচ আমরা নিজেদের টাকায় অনেক ভালো কাজ করতে পারি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ