Friday, August 22, 2025

গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানলো ইসরায়েলে

আরও পড়ুন

গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দখলকৃত নিরিম এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

সংবাদমাধ্যম আল-মায়াদিনের মতে, ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ নিশ্চিত করেছে, রোববার গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিরিমের অধিকৃত এলাকার ভবনগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় ওই এলাকায় বস্তুগত ক্ষতি হয়েছে।

প্রায় দুই বছরের পূর্ণাঙ্গ আগ্রাসন এবং গাজার ওপর কঠোর অবরোধ সত্ত্বেও, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান এবং দখলকৃত অঞ্চলগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  মাএ পাওয়া: এবার অবতরণের পরই বিমানে আগুন

এদিকে ইয়েমেনে তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার জবাবে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

সোমবার ভোরে ইয়েমেন থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ হামলার পর অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় বিশেষ করে মৃত সাগরের (ডেড সি) তীরবর্তী অঞ্চলসহ অনেক জায়গায় সাইরেন বেজে ওঠে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ