Tuesday, September 2, 2025

সর্বদলীয় বৈঠকে ৫ সিদ্ধান্ত গ্রহণ, আলোচনায় ছিল আ. লীগ ও জাপা ইস্যু

আরও পড়ুন

গণ অধিকার পরিষদের আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে এদিন বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গী সব রাজনৈতিক দল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ২২টি রাজনৈতিক দলের সভায় ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  জামায়াত শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সিটি: গোবিন্দ

সেগুলো হলো : এক. গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো।

দুই. ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার।

তিন. ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা।

চার. ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার।

পাঁচ. নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ