Wednesday, July 23, 2025

ধ’র্ষণের শিকার পথশিশু, চিনতে পারছে না ধ’র্ষণকারীকে

আরও পড়ুন

রাজধানীর মহাখালী এলাকায় এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার তার ফরেনসিক টেস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেলের ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, সোমবার দিবাগত রাতে শিশুটিকে ওসিসিতে ভর্তি করে বনানী থানা পুলিশ। আজ মঙ্গলবার শিশুটির ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  মিটফোর্ডের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

বনানী থানা পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে ধর্ষণের শিকার হয় ওই শিশু। ধর্ষণকারীকে সে চিনতে পারেনি। রাত সাড়ে ১০টার দিকে শিশুটির কান্না এবং রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন বনানী থানায় সংবাদ দেয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তার মাকে খবর দেওয়া হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ